আমাদের ভারত, নদিয়া, ১৪ মার্চ: নদিয়ার চাপড়ায় শুক্রবার সকালে টোটো ও একটি বড় লরির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হলো ৬। আহত ৭। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, নাকাশিপাড়ার কয়েকজন বাসিন্দা তিনটে টোটো করে ইদের বাজার করতে চাপড়ায় গিয়েছিলেন। বাজার করে টোটো করেই বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তাঁরা। সেই সময় উলটো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসছিল একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে টোটোটিতে।
ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা। গাড়ির তলায় চাপা পড়ে অনেকে। প্রথম টোটোটিকে ধাক্কা মেরে পালানোর সময়ে বাকি টোটো গুলিতেও ধাক্কা মারে লরিটি। শিশু-সহ আহত হন প্রায় সকলে।
ভয়াবহ দুর্ঘটনার প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রথমে শিশু-সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন।