সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ ডিসেম্বর: বেপরোয়া আটো উল্টে এক শিশু সহ পাঁচ যাত্রী গুরুতর আহত। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পাইকপাড়া এলাকায়। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রের খবর, বাগদা থেকে ছয় জন যাত্রী নিয়ে বনগাঁ- বাগদা সড়ক ধরে বনগাঁয় আসছিল অটোটি। সেই সময় পাইকপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়েছিল এবং হঠাৎ করেই অটোর সামনে এসে পড়ে কুকুর। অটো চালক সজোরে ব্রেক মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই অবস্থায় উল্টে যায় অটোটি। চলক ও যাত্রী সহ সকলেই অটোর নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় ও যাত্রীদের অভিযোগ, অটোচালক দ্রুত গতিতে চালানোর জন্য এই দুর্ঘটনা। এমনিতেই বনগাঁ-বাগদা সড়কের চওড়া কম। প্রচুর যানবাহন চলাচল করে ওই রাস্তায়। তারপরও চার জন অটোতে ওঠার নিয়ম। অথচ একটি অটোতে সাত জন যাত্রীকে তুলছে অটোচালকরা। অন্য দিকে রাস্তার পাশে বে-আইনি পার্কিং থাকার করণে প্রতিনিহত এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। পুলিশ ব্যবস্থা না নিলে আগামী দিনে বড়সড় দুর্ঘটনা কবলে পড়বে সাধারণ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ।