সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ মার্চ: জেলায় কোনও কাজ না পেয়ে অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে বিপাকে পড়ে বাঁকুড়া জেলার শালতোড়ার ৬ শ্রমিক। তাদের দুঃসহ জীবন যন্ত্রণা থেকে মুক্ত করলো সিআইটিইউ। বাঁকুড়া জেলা প্রশাসন ও অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতায় আজ সেই ছয় পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরলো। আজ বিকেলে শ্রমিকরা বাঁকুড়া পৌঁছালে সিআইটিইউ এর পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জানানো হয়।
সম্বর্ধনার পর তাদের দুঃসহ জীবনের কাহিনী বলতে গিয়ে
সমর বাউরি, স্বাধীন বাউরি, সম্রাট বাউরি, রাজীব বাউরি, সঞ্জয় বাউরি ও তাপস (দীপক) বাউরি নামে বাঁকুড়া জেলার শালতোড়া থানার গোগড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গোগড়ার ৪জন ও হরিপুরের ২জন মোট ৬জন জানায় কোথাও কোনো কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে পাড়ি জমিয়েছিল অন্ধ্রপ্রদেশে। বিশাখাপট্টনম থেকে সামালকোট, আবার সামালকোট থেকে কাকিনাড়া জেলার পেড্ডাপুডিতে “সুধা শক্তি এক্যুয়া ফার্ম”-এ তাদের জমা করে দিয়ে চম্পট দেয় তাদের সাথে করে নিয়ে যাওয়া এজেন্ট। তারপরেই শুরু হয়েছিল তাদের এক দুঃসহ জীবন। মালিক তাদের bonded labour-এর মতো আটকে রেখে দিয়েছিল ফার্ম হাউসেই। বাইরে বেরনোর নিষেধাজ্ঞা লাগু করার পাশাপাশি প্রায় সবারই মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। ভোর ৫টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাদের ঘাস কাটা, গাছ কাটা, জলাশয়ের আবর্জনার পরিস্কার সহ যাবতীয় কাজ করতে হোত। বিশ্রামেরও কোনও সুযোগ ছিল না। এই দুঃসহ জীবন যন্ত্রণার কথা কোনক্রমে পরিবারের লোকের কাছে জানালে পরিবারের লোকজন দ্বারস্থ হয়েছিল এলাকার শাসক দলের নেতৃত্বের এবং পরে পুলিশের। তাদের কাছ থেকে কোনও সাহায্য না পেয়ে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন সিআইটিইউ নেতৃত্বের সাথে। সিআইটিইউ এর বাঁকুড়া জেলা নেতা উজ্জ্বল সরকার এই বিষয়টি অন্ধ্রপ্রদেশের সিআইটিইউ’র নেতৃত্বের গোচরে আনেন। সিআইটিইউ- এর পক্ষ থেকে জানানো হয়, অন্ধ্রপ্রদেশের সিআইটিইউ নেতৃত্ব ঘটনাটি লেবার কমিশনার ও কাঁকিনাড়ার পুলিশ সুপারকে জানান। পুলিশ ও অন্ধ্রপ্রদেশের শ্রম দফতরের আধিকারিকরা সিআইটিইউ এর জেলা নেতৃত্বকে সাথে নিয়ে গতকাল একযোগে ঐ সংস্থায় হানা দিয়ে ঐ শ্রমিকদের উদ্ধার করে এবং মালিকের কাছ থেকে তাদের প্রাপ্য মজুরি ও বাড়ি ফেরার ভাড়া আদায় করে সামলাকোট স্টেশনে ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেনে চাপিয়ে দেয়। ঐ শ্রমিকরা আজ খড়্গপুর স্টেশনে নেমে সেখান থেকে ট্রেন যোগে বাঁকুড়া স্টেশনে এসে নামলে সিআইটিইউ এর বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে বাঁকুড়া রেল স্টেশনে তাদের সম্বর্ধিত করা হয়।
তারা তাদের অভিজ্ঞতার কথা বর্ননা করে তাদের মুক্ত করে আনার জন্য তাঁরা কৃতজ্ঞতা জানান সিআইটিইউ তথা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য নেতা উজ্জ্বল সরকার এবং অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার সিআইটিইউ নেতৃত্ব, শ্রম কমিশনার ও জেলা পুলিশ প্রশাসনকে। সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা উজ্জ্বল সরকার, প্রতীপ মুখার্জি, ভৃগুরাম কর্মকার, তপন দাস, সোহরাব মন্ডল, বারিদ দাস ছাড়াও সিআইটিইউ এর কর্মী ও সমর্থকরা।