অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ জুন: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের বাকড়া গ্রামে উদ্ধার হল প্রমাণ সাইজের একটি পাইথন সাপ। জানাগেছে, উদ্ধার হওয়া পাইথনটি লম্বায় প্রায় ৭ থেকে ৮ ফুটের মতো, ওজন ১০ কেজির কাছাকাছি বলে গ্রামবাসীদের অনুমান।
জানাগেছে, মঙ্গলবার সকালে স্থানীয় দুজন মহিলা বাকড়া গ্রামের পূর্ব পাশের ক্যানেল পাড়ে গরু চরাতে যাওয়ার সময় ক্যানেল পাড়ে থাকা খেজুর গাছে কোনও একটি প্রাণী দেখতে পান। পাশাপাশি লক্ষ্য করেন খেজুর গাছের উপরে প্রচুর পাখি চেঁচামেচি করে উড়ছে। সেই সময় দু’জন মহিলা নজর করে দেখেন বড় ধরনের একটি সাপ খেজুর গাছে রয়েছে যার জন্য পাখিগুলো আতঙ্কে উড়ছে। তখন গ্রামে খবর দিলে প্রচুর গ্রামবাসী জড়ো হয়ে যান। গ্রামবাসীরা সাপটি দেখার পর জানতে পারেন এটি পাইথন প্রজাতির। সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দিলে বন দফতরের কর্মীরা আসতে দেরি করায় বাকড়া গ্রামের কয়েকজন সাহসী যুবক অক্ষত অবস্থায় গাছ থেকে সাপটিকে নামান। পরে বন দফতরের দু’জন কর্মী এসে পাইথনটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য গ্রামবাসীদের কাছ থেকে নিয়ে যান। তবে বাঁকড়া এলাকায় আগে কোনও দিন এই জাতীয় সাপের দেখা মিলেনি, কিন্তু এদিন নতুন প্রজাতির সাপ দেখতে পেয়ে যথেষ্ট আতঙ্কিত বাকড়া গ্রামের মানুষজন।