আমাদের ভারত, হাওড়া, ১ সেপ্টেম্বর: পিকআপ ভ্যানে করে মুরগির বাচ্চা নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে ৬ নং জাতীয় সড়কে সাঁকরাইল থানার ধুলাগড় টোল প্লাজার কাছে। মৃতেরা হল শিব শঙ্কর সিং (৩২), অভিজিৎ রায় (৩৩), সুজয় হালদার (৩৩) ও প্রহ্লাদ হালদার (৩৩)। এদের প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পাঁচ আরোহী মুরগির বাচ্চা নিয়ে পিকআপ ভ্যানে করে মেদিনীপুর থেকে বাদুড়িয়ার দিকে যাচ্ছিল। ভোর ৪টে নাগাদ পিকআপ ভ্যান ধুলাগড় টোল প্লাজা পার হওয়ার পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে শিব শঙ্কর সিং, অভিজিৎ রায় এবং সুজয় হালদারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সাঁকরাইল থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় প্রহ্লাদ হালদার ও গাড়ির চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রহ্লাদ হালদারকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের প্রাথমিক অনুমান মঙ্গলবার ভোর রাতে বৃষ্টি হওয়ার পাশাপাশি চালক ঘুমিয়ে পড়ার ফলে এই দুর্ঘটনা। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।


