সায়ন ঘোষ, বসিরহাট, ১৬ জানুয়ারি: এক মহিলা সহ ৬ পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগণার বসিরহাটের বিভিন্ন এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাঁদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ৩০ লিটার তরল কোডাইন মিক্সচার। পাশাপাশি ৭০০ লিটার দেশী মদ।
পুলিশ জানিয়েছে, বসিরহাট পুলিশ জেলা ও পুলিশের স্পেশাল গ্রুপের যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তের লবঙ্গ, মেরুদন্ডী, পানিতর গ্রাম থেকে ৩০ লিটার তরল মাদক সহ তিন মাদক পাচারকারীক গ্রেফতার করে। উদ্ধার করা মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা। পাশাপাশি সাতশো লিটার দেশি মদ সহ দুজনকে গ্রেফতার করে।
বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বাড়ুই, আইসি প্রেমাসিস চট্টরাজের স্পেশাল গ্রুপের যৌথ উদ্যোগে এই অভিজ বৃহস্পতিবার ভোর বেলায় বসিরহাট থানার বিভিন্ন সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে এক মহিলা বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করে ইছামতী ব্রিজ সংলগ্ন বোটঘাট থেকে। মহিলার কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিল বলে পুলিশের অনুমান। ধৃত বাংলাদেশীকে বৃহস্পতিবার বসিরহাট আদালতে তোলা হয়েছে। বাকি পাঁচজনকে বারাসাত আদালতে তোলা হয়েছে।