সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ জুন:
হরিনাম সংকীর্তনের আসর থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও বাকি অভিযুক্তদের গ্রেফতার না করার প্রতিবাদে আজ বাঁকুড়ার ওন্দা থানায় ডেপুটেশন দিল সিপিআই(এমএল) লিবারেশন। এদিন তারা একটি স্মারকলিপিও জমা দেন পুলিশের কাছে।
সিপিআই(এমএল) লিবারেশনের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন, গত ২৫ মে ওন্দার সাহাপুর গ্রামের পঞ্চম শ্রেণির এক পড়ুয়া রাতে গ্রামের আটচালা থেকে হরিনাম সংকীর্তন শুনে বাড়ি আসছিল। গ্রামেরই স্বপন লোহার এবং তার কয়েক জন সাথী তাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। সেই রাতেই ওই ছাত্রীর মা সহ পরিবারের লোকজন ওন্দা থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বপন লোহার এবং আরো ১ জনকে গ্রেফতার করে। কিন্তু বাকি অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি।

ঘটনার পর ওই ছাত্রীর মা এবং মাসীকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন বাবলু ব্যানার্জি। তিনি বলেন, এই মুহূর্তে নির্যাতিতা সহ গোটা পরিবার ভয়ের মধ্যে বসবাস করছেন। তাদের দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিনের এই ডেপুটেশনে ছিলেন এআইপিডবলিউএ’র (AIPWA) নেত্রী তিতাস গুপ্ত ও এলাকার কৃষক নেতা বৈদ্যনাথ চিনা সহ অনেকে।

