আমাদের ভারত, রায়গঞ্জ, ১১ ফেব্রুয়ারি: নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারে বড়সড় সাফল্য পেল ইসলামপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার ভোর রাতে চাকুলিয়া থানার কানকি মনোরা বাজারের একটি দোকান থেকে সাড়ে পাঁচ হাজার ফেন্সিডিল সিরাপ উদ্ধার করল চাকুলিয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, নেশার জন্য নিষিদ্ধ এই কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচার করার জন্য রাখা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ কানকির মনোরা বাজার এলাকায় একটি দোকানে বাংলাদেশে পাচারের জন্য প্রচুর পরিমাণে ফেন্সিডিল মজুত করা রয়েছে। মঙ্গলবার ভোর রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মনোরা বাজারে হানা দেয় চাকুলিয়া থানার পুলিশ আধিকারিকরা। বন্ধ থাকা একটি দোকানের সাটার ভেঙ্গে উদ্ধার করে বস্তাবন্দি ৫৫০০ ফেন্সিডিলের বোতল। উদ্ধার হওয়া ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলি অবৈধভাবে বাংলাদেশে পাচার করার জন্যই মজুত রাখা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।