আমাদের ভারত, ২ জুলাই: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বক্তব্য রাখতে শুরু করতেই তীব্র হট্টগোল শুরু করেন বিরোধীরা। কিন্তু এসবের মাঝেই কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। ছোট করে একটা গল্প বলে নরেন্দ্র মোদী কংগ্রেসকে মনে করিয়ে দেন যে, তারা ১০০ – র মধ্যে ৯৯ নয়, ৫৪৩- এর মধ্যে ৯৯টি আসন পেয়েছে। ফলে এতে এতো লাফালাফি করার মতো কিছু হয়নি।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, আমার একটা ঘটনা মনে পড়ছে। একটা ছেলে ছিল যে পরীক্ষায় ৯৯ পেয়েছিল। ৯৯ নম্বর দেখে অনেকেই তাকে উৎসাহ দিচ্ছিল। কিন্তু এক শিক্ষক তাকে বললেন কেন তুমি মিষ্টি বিলি করছো? সে তো একশোর মধ্যে ৯৯ পাইনি, সে ৫৪৩ এর মধ্যে ৯৯ পেয়েছে। এর পরেই মোদী কটাক্ষের সুরে বলেন, যে সে ব্যর্থতার ওয়ার্ল্ড রেকর্ড করেছে।
বলাই বাহুল্য এই গোটা গল্পটাই আসলে কংগ্রেসকে উদ্দশ্যে করে বলেন প্রধানমন্ত্রী।
মোদী যতক্ষণ বক্তব্য রাখেন ততক্ষণই দেখা যায় বিরোধী বেঞ্চের চরম স্লোগান দেওয়া চলছে। একটা সময় কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার। তার মধ্যেই এই গল্প শুনিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। মূলত কংগ্রেসকেই নিশানা দেগেছিলেন মোদী। বলা ভালো, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেই তোপ দাগেন তিনি। কংগ্রেস এবার ৯৯ আসন পেয়েছে। যাকে বড় সাফল্য বলেই মনে করছেন কংগ্রেস নেতৃত্ব। এই সাফল্য এসেছে রাহুল গান্ধীর নেতৃত্বেই। সেই কারণেই আজ নিজের স্বভাবসিদ্ধ বাকপটুতাকে হাতিয়ার করে কংগ্রেসকে বিঁধেছেন নরেন্দ্র মোদী।