আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর : জেলাজুড়ে দলবদল অব্যাহত। আজ তৃণমূলের শক্তিক্ষয় হল মহিষাদলে। বিজেপিতে যোগ দিল বেশকিছু তৃণমূল ও সিপিএম সমর্থক।

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের অমৃতবেড়িয়া অঞ্চলের বাড় অমৃতবেড়িয়ায় প্রায় ৫৩টি পরিবার তৃণমূল ও সিপিএম থেকে বিজেপিতে যোগদান করে। যোগদানকারীদের মধ্যে অমৃতবেড়িয়া ১১ নম্বর অঞ্চলের তৃণমূল বুথ সভাপতি আছেন। আজ বাড় অমৃতবেড়িয়ায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েকের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করে তারা।

নবারুণ নায়েক জানান, সোনার বাংলা গড়ার লক্ষ্যে আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এই মানুষগুলো বিজেপিতে যোগদান করেছে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদানকারী মানুষরা জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং নেতৃত্বের দুর্নীতির কারণেই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে।

