সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২০ এপ্রিল: করোনার জেরে সমস্ত দেশ থেকে ভারতে আসার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে মার্চ মাসের মাঝামাঝি থেকে। সেই থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে কোনও বাংলাদেশি যাত্রী ভারতে প্রবেশ করতে পারেনি। কিন্তু বাংলাদেশের যে সমস্ত নাগরিক ভারতে রয়েছে তাদের ফেরানোর উপরে কোনও নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু লকডাউনের ফলে কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তে পৌঁছানোই সমস্যা পড়ে বাংলাদেশী যাত্রীদের। মঙ্গলবার লকডাউনের আটকে পড়া ৫২ বাংলাদেশিকে দেশে ফেরাল প্রশাসন।
প্রশাসন সূত্রের খবর, বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশের হাইকমিশনার কোলকাতা থেকে পেট্রাপোল পৌঁছাতে দুটি বাসের ব্যবস্থা করে। দুটি বাসের ৫২ জন বাংলাদেশি যাত্রী বাংলাদেশ যায়। এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ দুটি বাসে করে প্রশাসন কনভয় নিয়ে পেট্রাপোল সীমান্তে পৌছায়। এরপর তাদের কাগজ পত্র ও পাসপোর্ট চেক করে সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে বাংলদেশ চেকপোস্ট পার করা হয়।