সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ আগস্ট: আমফানের টাকা নিয়ে পঞ্চায়েতে দুর্নীতি। কর্মী সমর্থকদের টাকা নিয়ে প্রতারণা। সেই রাগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৫০০ কর্মী সমর্থক। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার ন’হাটা বাজার এলাকা গৃহবধূ সহ প্রায় ৫০০ জন তৃণমূল সমর্থক বিজেপিতে যোগ দেন। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির বনগাঁ দক্ষিণ মন্ডলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়, বিজেপি নেতা স্বপন মজুমদার সহ অন্যান্য নেতা কর্মীরা।
এই যোগদানে বিজেপির শক্তি আরও বাড়ল বলে অভিমত রাজ্য নেতৃত্বের। লোকসভা ভোটে উত্তর ২৪ পরগনা জেলা শহরে, রাজ্যের গেরুয়া শিবিরে ঝড় তুলেছিল বিজেপি। ফের বিধানসভা আসতেই আরও জোর ধাক্কা তৃণমূলের। একুশের বিধানসভা নির্বাচনের আগেই ফের তৃণমূলের ঘরে থাবা বসাচ্ছে বিজেপি। তৃণমূলের স্বজনপোষণের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিজেপিতে যোগ দিতে আসা তৃণমূল কর্মী-সমর্থকরা। ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে যে জাগরণ সৃষ্টি করে দিয়েছে তা আর একবার প্রমাণ পাওয়া গেল গোপালনগর ন’হাটা বাজারে।
এ বিষয়ে বিজেপি নেতা স্বপন মজুমদার বলেন, জেলায় জেলায় যেভাবে তৃণমূল নেতারা সন্ত্রাস শুরু করেছে তাতে সাধারণ সমর্থক ও কর্মীরা অতিষ্ঠ হয়ে গিয়েছে। তৃণমূলের এই অত্যাচার ফলে আজ গোপালনগর- ন’হাটা সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিতে যোগ দেওয়া কর্মী দেবু মণ্ডল, অনিতা রায়, মৃণাল চক্রবর্তী বলেন, তৃণমূলের শুরু থেকে সঙ্গে ছিলাম। লড়াই করে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। প্রচুর রক্ত ঝড়িয়েছি। আজ সেই তৃণমূল নেতারাই স্বজনপোষণের ব্যস্ত। আমাদের অসহায় কর্মী সমর্থকদের আমফানের টাকা নিয়ে প্রতারণা করছে। তৃণমূলের ঘরে ভাঙন নয় আগুন লেগেছে। ২১শে তার প্রমাণ পাবে।

