সাথী দাস, পুরুলিয়া, ২৩ জুন: বিভিন্ন ফল ও অন্যান্য গাছের ৫০০ চারা লাগালো আনারার আরপিএফ পোস্ট। আনারার স্টেশন চত্বর শুধু নয়, রেলের কলোনী, আরপিএফের বারাক চত্বর সহ বিভিন্ন এলাকায় পেয়ারা, আমলকী, আম, কাঁঠাল, তেঁতুল প্রভৃতি ফলের সঙ্গে শাল, মিহগিনি, করঞ্জ গাছের চারা লাগান আরপিএফের আধিকারিক, জওয়ানরা।
পরে যোগ দেন জিআরপি’র সাব ইন্সপেক্টর অজয় মুখার্জি সহ অন্যান্য আধিকারিক, কর্মীরা। ছিলেন আনারা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুকুমার হোতা সহ পুলিশ কর্মীরা, স্টেশনের আধিকারিক ও কর্মীরা। স্কুল ছাত্ররাও বৃক্ষ রোপণ কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশ নেয়। স্বাধীনতার অমৃত মহোৎসবের অন্তর্গত এই বৃক্ষ রোপন কর্মসূচি বলে জানান আরপিএফ পোস্টের আধিকারিক অজয় গরাই।