আমাদের ভারত, হাওড়া, ১২ আগস্ট: হাওড়ার উদয়নারায়ণপুরের পর এবার শ্যামপুরে বিরোধী শিবিরে ভাঙন ধরাল শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে শ্যামপুরের নাকোল অঞ্চলের বিজেপির ৫০০ জন নেতাকর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এইসব কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিল। যদিও করোনা সংক্রমণের কারণে এবং লকডাউনের জন্য এইসব কর্মীদের দলে নেওয়া যাচ্ছিল না। আজ এইসব কর্মীদের দলে নেওয়া হল। এদিন জুলফিকার আলি মোল্লা দাবি করেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও অনেক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবে। প্রসঙ্গত, এর আগে শ্যামপুরের বারগ্রাম অঞ্চলের ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছিল।