আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি:
মেদিনীপুর গর্ভমেন্ট এগ্রিকালচার এমপ্লয়িজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এবং পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি ভবনের পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষ্যে মেদিনীপুর শহরের আবাসে শনিবার একটি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমন মহাপাত্র এবং অরুপ রায়। সভার প্রধান বক্তা হিসেবে রাজ্যের দুই মন্ত্রী সোসাইটির কার্যাবলী এবং সাফল্যের দিকগুলি তুলে ধরেন। আগামী দিনে আরও বেশি করে সোসাইটিকে মানুষের পরিষেবায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।
দুই মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি এবং কো অপারেটিভ ব্যঙ্কের সদস্যরা। সভা শেষ হওয়ার পর সাংস্কৃতিক মঞ্চে আদিবাসী নাচ, গান ও অন্যান্য নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় লোকশিল্পীরা।