গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৫
জুন: মনসা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৫০ জন গ্রামবাসী।
অসুস্থদের সকলকেই পুরশুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। রবিবা সন্ধে থেকে শুরু করে মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ৫০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে ২০ জনকে পুরশুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। ঘটনাটি হুগলির আরামবাগের পুরশুড়ার শ্যামপুর পঞ্চায়েতের ন্যাওটা গ্রামের।
রবিবার দুপুরে পুজোর রান্না হয়, নিমন্ত্রিত মানুষজন এই খাবার খেতে শুরু করেন। এর পর থেকেই মানুষজন অসুস্থ হতে থাকেন। বমি সাথে প্রচন্ড পরিমাণে পায়খানা শুরু হয়। এরপর সকলকে একে একে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
অসুস্থ পদ্মা পাল জানান, ন্যাওটা গ্রামে পুজোর অনুষ্ঠান ছিল। প্রায় একশোর বেশি মানুষ প্রসাদ খেয়েছিল। এরপর বমি, পায়খানা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ হওয়ার খবর পাই। পরিবারের কয়েকজন অসুস্থ
হয়। সকলকেই পুড়শুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়ার ফলে এই অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।