আমাদের ভারত, হাওড়া, ২০ অক্টোবর: চতুর্থীর দিন বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে আমতার সাবসিট অঞ্চলে এক অনুষ্ঠানে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি থেকে ৫০টি পরিবার তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই বিরোধী রাজনৈতিক দলের এই সমস্ত পরিবার তৃণমূলে যোগ দিল।