আমাদের ভারত, হাওড়া, ১৮ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ৫০ জন কর্মী যোগ দিল তৃণমূলে। বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়ার চন্ডীপুর রথতলায় চন্ডীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যেগে আয়োজিত রাজনৈতিক কর্মী সম্মেলনে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেয়। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুলক রায়।
এদিন বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই এইসব বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিল। বিধানসভা নির্বাচনের আগে এই রকম আরও অনেক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবে বলে দাবি করেন বিধায়ক পুলক রায়।