আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর:
এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হল পাঁচ যুবককে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিহরপুর এলাকার।
রবিবার দুপুরে ওই কিশোরী পিংলার সাহড়দা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। সেই সময় বাড়ির কাছাকাছি সঞ্জু নাগ ও শুভদীপ নুবিয়ান ওই মেয়েটিকে জোর পূর্বক তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু কিশোরী তাতে রাজি না হওয়ায় তাকে জঙ্গলের মধ্যে জোর করে টেনে নিয়ে যায়। সেখানে সায়ন খাঁড়া, বিশ্বজিৎ খাঁড়া আকাশ সিং নামে আরো তিনজন আগে থেকেই উপস্থিত ছিল। সেখানে সবাই মদ্যপ অবস্থায় ছিল। সঞ্জু ও তার সঙ্গী সাথীরা এরপর কিশোরীটিকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর অজ্ঞান হয়ে পড়লে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে তাকে তার বাড়ির কাছে পৌঁছে দিয়ে চম্পট দেয় পাঁচ যুবক। পরে বাড়িতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। তারপর তাকে ডেবরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। ঘটনায় ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। ধৃতদের সোমবার মেদিনীপুর আদালতে তোলা হয়।