আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৯ ফেব্রুয়ারি:
তৃণমূল ত্যাগী ২ বিধায়ক সুনীল সিং ও বিশ্বজিত দাস সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর দল ত্যাগী বিধায়কদের ঘরে ফেরা নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বললেন, ওরা গেছিল কি জন্য সেটা নিয়ে এখন কিছু বলতে চাই না, তবে কিসের ইঙ্গিত বুঝে নিন। মে মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে তৃণমূলে যোগ দেবেন বিজেপির ৭ সাংসদ ও তৃণমূল ত্যাগী ৫ বিধায়কই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই হবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প রাজনীতির রাস্তা নেই।”
সোমবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় মেগা পাওয়ারলুম কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কলকাতা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই প্রকল্পের উদ্বোধন করেন।

