পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: হাতে গোনা কয়েকদিন পরেই পুজো।তার আগে অব্যাহত খড়গপুর টাউন পুলিশের নিরাপত্তা। ফের খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য। গতকাল গভীর রাতে শহরের ট্রাফিক কল্যাণ মণ্ডপের মাঠে ছোটু কেসরিয়া, শেখ হামিদ, বাবু খান, আব্বাস আলী, শেখ সাহাদাত নামের ৫ জন কুখ্যাত দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। খড়গপুর টাউন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।

জানা যায়, এই দুষ্কৃতীদের বাড়ি শহরের একাধিক জায়গায়। এদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ভোজালি, আয়রন রড, লোহার চেন সহ একাধিক অস্ত্র। আজ ধৃতদের খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।

