ফরাক্কায় চুরি যাওয়া বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার সহ গ্রেফতার ৫ দুষ্কৃতী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ আগস্ট: চুরি যাওয়া বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার সহ পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ।

শনিবার সকালে পুলিশ জানিয়েছে, গত ১৭ই আগষ্ট ফরাক্কা থানা এলাকা থেকে গ্যাস সিলিন্ডার চুরি যায়। পুলিশ তদন্ত শুরু করে মোট পাঁচ জনকে গ্রেফতার করে। ১২৩টি গ্যাস সিলিন্ডার, ৩৪০টি রেগুলেটার ও একটি ইলেকট্রনিক ওয়েট মেশিন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম, সুরজ ঘোষ, সুজিত মন্ডল ও মনোজিত মন্ডল। তিনজনের বাড়ি ফরাক্কা থানা এলাকায়, রতন মন্ডল ও সুনীল কুমার দাস দুইজন বাড়ি মালদহ জেলাতে। ধৃত পাঁচজনকে আদালতে তোলা হয় পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়া জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *