আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ নভেম্বর: রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঈশ্বরী গাছা আমবাগান এলাকা থেকে ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ।
অশোকনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঈশ্বরী গাছা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা ছিল এই পাঁচ দুষ্কৃতীর। গোপন সূত্রে খবর পেয়ে হাতেনাতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। অভিযুক্ত পাঁচজনের নাম সাইফুল সর্দার, বাড়ি দত্তপুকুর থানা এলাকায়, আকবর আলী মন্ডল, বাড়ি অশোকনগর থানা এলাকায়, মুস্তাকিন মন্ডল, বাড়ি অশোকনগর থানা এলাকায় শাহজাহান আলী মন্ডল, বাড়ি অশোকনগর থানা এলাকায়, সিরাজুল মন্ডল, বাড়ি আমডাঙা থানা এলাকায় এদের কাছ থেকে ভোজালি পাইপগান একটি লোহার রড ও টাঙ্গি উদ্ধার হয়েছে। অভিযুক্তদের জেরা করছে পুলিশ।