আমাদের ভারত, মালদা, ১৩ ডিসেম্বর: আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের ৫ পান্ডাকে গ্রেফতার করল এনসিবি। মালদহের গাজোল টোল প্লাজা থেকে গাজা ভর্তি ট্রাক বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয় ট্রাকের চালক ও খালাসিকে। তাদের জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচার চক্রের আরো ৩ পান্ডাকে গ্রেফতার করা হয় নবদ্বীপ থেকে।
জানাগেছে, এই পাঁচজনকে আজ মালদা জেলা আদালতে পেশ করে এনসিবি। সূত্রে জানা গেছে, ট্রাক থেকে ৪০০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। এই গাঁজা মনিপুর থেকে কৃষ্ণনগরে পাচার করা হচ্ছিল। কিন্তু পাচারের আগেই গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা ভর্তি ট্রাক আটক করে এনসিবি।