পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: গ্রামবাসীদের যাতায়াতের রাস্তা আটকে প্রাচীর তৈরি করেছিল গ্রামেরই এক বাসিন্দা এমনই অভিযোগ উঠেছিল বেশ কয়েকদিন আগে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল খেজুরবনি গ্রাম। আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ ওই রাস্তা তৈরিকে কেন্দ্র করে আবারও বিবাদ শুরু হয় দুই পক্ষের মধ্যে। ঘটনায় গুরুতর আহত হয় ৫ জন।
এরপর এই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ই গোষ্ঠীর সাথে কথা বলে তৎক্ষণাৎ পরিস্থিতি সামল দেয় এবং আহতদের চিকিৎসার জন্য পাঠায় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। যদিও ঘটনার দায় এক পক্ষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।