পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: একদিকে হু হু করে বাড়ছে বন্যার জল, আর অন্যদিকে টানা বৃষ্টিপাতের জেরে ভেঙ্গে পড়ছে একের পর এক মাটির বাড়ি। আশ্রয় বিহীন হয়ে থাকতে হচ্ছে একাধিক পরিবারকে। দুর্যোগের মধ্যে কিভাবে সন্তান-সন্ততিদের নিয়ে জীবন যুদ্ধে লড়বেন তা ভেবেই পাচ্ছেন না বানভাসি মানুষগুলো।
গতকাল রাতে দাসপুর ২ ব্লকের জোৎঘনশ্যাম এলাকার বাসিন্দা দিলীপ মাইতির মাটির বাড়ি বৃষ্টির কারণে ভেঙ্গে পড়ে যায়। রাতে খাওয়া সেরে ঘুমাতে যাওয়ার সময় প্রচন্ড শব্দ শুনেই ওই পরিবারে ৪ সদস্য কোন রকমে বাইরে বেরিয়ে আসার ফলে প্রাণে বেঁচে যান। কিন্তু ঘুমন্ত অবস্থাতেই মারা যায় ওই পরিবারের পাঁচটি গবাদি পশু। একদিকে বাড়ছে বন্যার জল, আর অন্যদিকে এই পরিস্থিতিতে বাড়ি ভেঙ্গে যাওয়ার ফলে অকূল পাথারে পড়েছে গোটা পরিবার। ভেঙ্গে পড়ো বাড়িটি পরিদর্শনে এসে পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় জেলা পরিষদের সদস্য আশিষ হুদাইত।