দিলীপ ঘোষের পূজা উদ্বোধনের আগে রনক্ষেত্র নারায়ণগড়ে, আহত ৫ বিজেপি কর্মী

জে মাহাতো, মেদিনীপুর, ১৪ নভেম্বর:
রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের কালিপূজা উদ্বোধনের সভাকে কেন্দ্র করে রণক্ষেত্র  নারায়ণগড়ের ৭ নং কাশিপুর অঞ্চলের আমডিহা গ্রাম। কাশিপুর অঞ্চলের মেট্যালে দিলীপ ঘোষের সভা উপলক্ষে আমডিহা গ্রামের বিজেপি কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন ঠিক সেই সময়ে তৃমমূলিরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। বিজেপির ৫ জন গুরুতর আহত হয়, আহতদের প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তিন জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

এই হামলার পেছনে স্থানীয় তৃণমূলের অঞ্চল প্রধান রবীন ধাউড়িয়া ও তার ভাই জড়িত বলে অভিযোগ করেছেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাস। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। ঘটনার পরে এলাকায় গিয়ে পূজা উদ্বোধন করে এলাকাবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সাংসদ দিলীপ ঘোষ। সভা মঞ্চ থেকে আক্রমণকারীদের হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *