আমাদের ভারত, ৫ আগস্ট: খাস রাজধানীর দিল্লিতে জোর করে লালকেল্লায় ঢুকে পড়ার চেষ্টা অভিযোগে ৫ বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করল।
মঙ্গলবার সকালে অনুপ্রবেশকারী ওই ৫ বাংলাদেশিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, পাঁচজনই দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। সামনেই স্বাধীনতা দিবস। তার আগে লালকেল্লা সহ গুরুত্বপূর্ণ ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে লালকেল্লার কাছে ওই ৫ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের দাবি, তাদের শ্রমিক হিসাবে কাজের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, স্থানীয় পুলিশের দাবি, প্রত্যেকেই অনুপ্রবেশকারী বাংলাদেশি। কারও কাছে ভারতে ঢোকার বৈধ কোনও কাগজপত্র নেই।