আমাদের ভারত, ৫ আগস্ট: ভাষা নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত তখন আবার দিল্লিতে ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করে। তখন তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি পাওয়া গেছে।
ধৃত ৫ জন দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মহড়া চলছে লালকেল্লায়। তারই মধ্যে এই অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশকর্তা জানিয়েছে, লালকেল্লার অ্যাকসেস কন্ট্রোল পয়েন্টের কাছে মোতায়েন পুলিশের একটি দল গ্রেফতার করেছে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। অভিযুক্তদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। তাদের কাছে লালকেল্লায় ঢোকার বৈধ কাগজ ছিল না। অন্য কোনো নথিও দেখাতে পারেননি তারা। ভারতে অবৈধভাবে থাকছিলেন ওই ৫ ব্যক্তি। পুলিশের দাবি, তারা সকলেই অনুপ্রবেশকারী। জোর করে লালকেল্লা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেছিলেন। ১৫ জুলাই থেকে লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে।
ডি সি পি রাজা ভাটিয়া জানিয়েছেন, মঙ্গলবার সকালে লালকেল্লার কাছ থেকে সন্দেহভাজন ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানাগেছে, ৪-৫ মাস আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ করছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।