আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ জানুয়ারি: সামনেই লোকসভা ভোট। আর এই ভোটকে পাখির চোখ করে ৪৯তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন হলো পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী সমিতি’র জলপাইগুড়ি জেলা শাখার। রবিবার শহরের কর্মচারী ভবনে সম্মেলন হয়। সম্মেলন থেকে সমিতির সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত দুই বছরে কুড়ি শতাংশ সদস্য সংখ্যা বেড়ে এই মুহূর্তে সাড়ে তিনশো সদস্য রয়েছে সমিতির বলে দাবি। কর্মচারীদের প্রত্যেকের বাড়ি বাড়ি সদস্য পদ গ্রহণের কর্মসূচি নেওয়া হচ্ছে।
অন্যদিকে এদিন সম্মেলন থেকে রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের অভিযোগ তুলে প্রতিবাদ জানালেন সমিতির সদস্যরা। পাশাপাশি বকেয়া মহার্ঘভাতা প্রদান, চাকরি জীবনে হারিয়ে যাওয়া একাধিক পাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি, সরকারি দফতরে শূন্যপদ পূরণ, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করণ সহ একাধিক দাবি তুলে ধরা হয়েছে।
সমিতির জেলা সম্পাদক বিরাজ রায় বলেন, গত দু’ বছরে আমাদের সদস্য সংখ্যা কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জেলায় সদস্য সংখ্যা রয়েছে সাড়ে তিনশো জন এবং এই সংখ্যা বাড়াতে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি প্রদান এই সরকার করছে না। তিনি আরও বলেন, “আমরা সরকারি কর্মী হিসেবে যেমন কাজ করছি। তেমনি রাজনৈতিক ময়দানে লড়াই হবে। লড়াইয়ের মতো লড়াই হবে।”

