সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ মে: আজ থেকে বাঁকুড়া সংশোধনাগারে শুরু হলো তিন দিনের শিল্প কর্মশালা। বাঁকুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির উদ্যোগে আয়োজিত এই শিল্প কর্মশালায়
সংশোধনাগারের ৪৮জন আবাসিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
আজ সকালে তিন দিনের শিল্প কর্মশালার উদ্বোধন করেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইয়ার ও বাঁকুড়া জেলা পুলিশ সুপার শ্রীবৈভব তেওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (এল আর) প্রিয়দর্শিনী ও এসডিও সুশান্ত কুমার ভক্ত, সংশোধনাগারে সুপারিনটেনডেন্ট শ্যামল তালুকদার, বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা প্রমুখ।
সংশোধনাগারের আবাসিকদের ছবি আঁকা ও মৃৎ শিল্প নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ দেবেন ৮ জন স্থানীয় শিল্পী শ্যামাপ্রসাদ সাঁতরা, সুখময় দাস, জগৎ জ্যোতি ভুঁইঞা, কুমারেশ দাস, চণ্ডীদাস সামন্ত, পার্থপ্রতিম চৌধুরী, দয়াময় বন্দ্যোপাধ্যায়, ভূতনাথ কুম্ভকার, অসিত দাস ও তারকনাথ দে। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করার সময় আবাসিক শিল্পীরা আগুনের পরশমণি গান পরিবেশন করেন।