অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ নভেম্বর: আবগারি দপ্তর অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০লিটার চোলাই মদ উদ্ধার করল। বুধবার নয়াগ্রাম থানার বেশ কিছু গ্রামে অভিযান চালায় আবগারি দপ্তর। নয়াগ্রাম থানার ধুমাসাই, ভালুকভাসা, বক্সা, ডুমুরিয়া এই গ্রামগুলিতে হয় অভিযান। এই গ্রামগুলিতে অভিযান চালিয়ে মোট ৪ হাজার ৬০০ লিটার চোলাই মদ ও ৩২ হাজার লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করে নষ্ট করা হয়। নয়াগ্রাম থানা ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে হয় এই অভিযান।