সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৭ নভেম্বর: রাজ্যের গড়িমসিতে তিন বছরের জায়গায় ছয় বছরেও হয়নি জরিপ। আর তার ফলে কাজ যেতে পারে ন্যাশনাল চাইল্ড লেবার প্রোজেক্টের সঙ্গে যুক্ত পুরুলিয়া জেলার ৮৯টি শিক্ষাকেন্দ্রে নিযুক্ত সাড়ে চারশো শিক্ষা কর্মীর। এমন আশঙ্কা থেকে বুধবার চাইল্ড লেবার প্রোজেক্টের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা শাসকের কাছে দরবার করেন সংগঠিত ওই শিক্ষা কর্মীরা।
ওই সংগঠন স্টাফ অ্যাসোসিয়েশন অব এনসিএলপি স্পেশ্যাল ট্রেনিং সেন্টার সংগঠনের পক্ষে মহঃ মুস্তাক শাহ বলেন, খুব সামান্য সাম্মানিকের বিনিময়ে তেরো বছর ধরে কাজ করছি। সেই সাম্মানিকটুকুও জোটেনি বছর খানেক ধরে। দিল্লি গিয়ে ছমাসের টাকা আনার ব্যবস্থা করেছি। এখন দিল্লির শ্রম মন্ত্রক বলছে আমাদের বিদ্যালয়ের পড়ুয়াদের মেইন স্ট্রিমে ভর্তি করে দিতে হবে। তাহলে আমরা যাব কোথায়?’
এদিন অবশ্য অতিরিক্ত জেলা শাসক সহানুভূতির সঙ্গে ওই সংগঠনের কথা শুনেছেন। একই সঙ্গে তিনি তাঁদের সমস্যা মেটানোর আশ্বাস দেন। এদিনের আগে ওই সংগঠনের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হয় পুরুলিয়া শহরে।