Annual Sports, Hooghly, হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৭ ডিসেম্বর: হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল কামারপুকুর সুকান্ত উদ্যানে।

এই খেলায় অংশগ্রহণ করেন ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি শিশু শিক্ষা কেন্দ্র। পঞ্চায়েত স্তরের খেলাটিতে সক্রিয় সহযোগিতা করেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই খেলার সূচনা হয়।

উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, শিক্ষা কর্মাধ্যক্ষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক অভিভাবিকা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও উপস্থিত ছিলেন আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *