জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: করোনা ভাইরাস সংক্রমণে পশ্চিম মেদিনীপুর জেলায় এ পর্যন্ত যে ৯৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে শুধুমাত্র আগস্ট মাসেই সর্বাধিক ৪৩ জন মারা গেছেন। গত পাঁচ মাসের মধ্যে এক মাসেই এত জনের মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও জেলা টাস্কফোর্সের পক্ষ থেকে উদ্বেগের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলা হয়েছে, জেলায় মোট আক্রান্ত ৫২৬২ জনের মধ্যে ৯৩ জনের মৃত্যু অর্থাৎ সার্বিকভাবে দুই শতাংশের কম মৃত্যু তেমন কোনও উদ্বেগের নয়।
জেলা টাস্কফোর্স সূত্রে জানাগেছে, জেলার ঘাটাল, খড়গপুর ও মেদিনীপুর সদর মহাকুমার মধ্যে ঘাটালের দাসপুর ব্লকেই ১৭ জনের মৃত্যু হয়েছে। মেদিনীপুর শহরে মারা গেছেন ১৬ জন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে, করোনা আক্রান্ত হলেও মৃতদের শরীরে অন্যান্য রোগেরও সন্ধান পাওয়া গেছে। ফলে করোনা আক্রান্ত মৃতদের অনেকেরই কো-মরবিডিটির কারণে মৃত্যু হয়েছে। অনেকের সামান্য উপসর্গও জটিল আকার ধারণ করেছে বলে জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী জানিয়েছেন।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল বলেন, করোনা মোকাবিলায় জেলাজুড়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।