আমাদের ভারত, ২৪ নভেম্বর:দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় ৪৩টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র সরকার। নিষিদ্ধ করা অ্যাপ গুলির মধ্যে বেশিরভাগই চিনা অ্যাপ এবং সেগুলির ডেটিং সংক্রান্ত অ্যাপ। এরমধ্যে চারটি চিনের বিজনেস মার্চেন্ট আলিবাবা গ্রুপের।
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় এই মোবাইল অ্যাপ গুলো কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এই মোবাইল অ্যাপ গুলি ব্যবহারের ফলে দেশের নিরাপত্তা প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব বিপদে পড়তে পারে বলে সতর্ক করেছিল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। ওই সতর্কীকরনের পরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর।
বর্তমানে ডেটিং অ্যাপ যথেষ্ট জনপ্রিয় তরুণ প্রজন্মের মধ্যে। লাদাখের চিনের সঙ্গে সমস্যার পর থেকেই বহু চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিভিন্ন জনপ্রিয় ডেটিং অ্যাপের মাধ্যমে চরবৃত্তির নতুন পন্থা নিয়েছে চিন।এই অ্যাপ গুলির মাধ্যমে সহজেই মানুষকে ফাঁদে ফেলা সম্ভব বলে মত তাদের।
এর আগে দুবারে ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। সেগুলি সবকটি চিনা অ্যাপ ছিল। দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার খাতিরে দেশের জনসাধারণের সুরক্ষার জন্যই ওই মোবাইল অ্যাপ গুলি নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছিল কেন্দ্র সরকার। নিষিদ্ধকরণের তালিকায় ছিল টিকটক, ইউএস ব্রাউজারের মতো একাধিক অ্যাপ। অভিযোগ ছিল এই অ্যাপ গুলির মাধ্যমে দেশে নজরদারি চালাচ্ছে চিন। মঙ্গলবারও আরো ৪৩ অ্যাপ নিষিদ্ধ করা হলো ওই একই আশঙ্কা থেকে।