পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: ৪২তম রাজ্য বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনাল সিলেকশন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মেদিনীপুরের বিদ্যাসাগর হলের মুক্তমঞ্চে।
উপস্থিত ছিলেন দক্ষ ক্রীড়া সংগঠক সিএবি সদস্য সুজয় হাজরা, পাবলিক প্রসিকিউটর রাজকুমার দাস, কুনাল ব্যানার্জি, উদয় রঞ্জন পাল, তপন ভকত, খড়্গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ, ওয়ার্ল্ড ফিটলেস ফেডারেশনের রাজ্য সভাপতি রণজয় মুখার্জি।
দু’দিনের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে রাজ্যের ১৮টি জেলা থেকে ৩০০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।