রাজ্যে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৪১, মৃত ২: বুলেটিন

রাজেন রায়, কলকাতা, ৩ মে: ফের সম্পূর্ণ তথ্য না দিয়েই দিনের হিসেবে বুলেটিন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। রবিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন আরও ৪১ জন। একই সঙ্গে গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ২ জনের। তবে এদিন নতুন করে হাসপাতাল থেকে কাউকে ছাড়া হয়নি।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ রাজ্যে ৯২২ টি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। তার মধ্যে ১৫১ জন সুস্থ এবং ৩৩ জন মৃত। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭৩৮ জন।

রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৬২৩৬৫ জন। হোম কোয়ারেন্টাইনে এখনও আছেন ৬৯৫৩ জন। রাজ্যের হাসপাতালে আইসোলেশনে ভর্তি রয়েছেন ৩০২ জন। এদিন পর্যন্ত রাজ্যের ১৬টি ল্যাবরেটরিতে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ২২৯১৫টি। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১৯৩৯ টি। সরকারি ৫৮২ কোয়ারেন্টাইন সেন্টারে এখনও ২০৭৪১ জন রয়েছেন এবং ১৫৮১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *