অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ জুলাই:
ফের বিজেপি থেকে বড়োসড়ো ভাঙন ধরাল শাসক দল তৃণমূল। শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলে ৪১টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করল। এদিন পাথরা অঞ্চলের টু্ঙ্গাধুয়া গ্রামের কর্মীসভা থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি সোমনাথ মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন পাথরা অঞ্চলের সভাপতি তাপস মাহাতো, পাথরা অঞ্চলের যুব সভাপতি পিন্টু মাহাত, অরুণ জানা সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা।


