নতুন বছরে উত্তর কলকাতায় বদলাচ্ছে ৪১টি বাসরুট, ৭টি রাস্তা হবে ওয়ানওয়ে

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৯ ডিসেম্বর:
এর আগেও টালা ব্রিজ বন্ধ করে দেওয়ার পর বিকল্প রুট ঘোষণা করেছিল রাজ্য পরিবহণ দফতর। কিন্তু পরিবর্তিত সেই রুটেও বাসমালিকদের লোকসান বেড়েছে বই কমেনি। ফের বাস চালু করেও তারা তা বসিয়ে নিতে বাধ্য হয়েছেন। আর এই সমস্ত টানাপোড়েনের জেরেই থমকে গেছে টালা ব্রিজ ভাঙ্গা শুরু হওয়ার প্রক্রিয়া।

তাই পরিবর্তিত রুটকে যে ফের পরিবর্তন করতে হবে, তা ভালোভাবে বুঝতে পেরেছিল রাজ্য পরিবহণ দফতর। আগের রুট পরিকল্পনায় চাপ বাড়ছিল বেলগাছিয়া সেতুতে। সেই চাপ কমাতে লকগেট সেতু দিয়েও যাত্রীবাহী বাস চালানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ইতিমধ্যে সেই সিদ্ধান্ত কার্যকরও হয়েছে। এবার পাকাপাকি ভাবেই লকগেট সেতুকে একমুখী করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যার জেরে ইংরেজি নতুন বছরের শুরুতেই বদলে যেতে চলেছে উত্তর কলকাতার সামগ্রিক পরিবহণ ব্যবস্থা।

কেননা উত্তর কলকাতার ৭টি রাস্তা যেমন দিনভর ওয়ানওয়ে হয়ে যাচ্ছে, তেমনি ৪১টি বাসরুটও বদলে যেতে চলেছে। আগামী ২ জানুয়ারি ২০২০ থেকেই এই ব্যবস্থা কার্যকর হতে চলেছে বলে জানানো হয়েছে।
সম্প্রতি রাজ্য পরিবহণ দফতর ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে বেসরকারি যাত্রী পরিবহন মালিক সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই ঠিক হয় নতুন বছরের শুরু থেকেই কোন কোন বাস কোন কোন রাস্তা দিয়ে চলবে। সব রুটের বাস মালিকেরা এই ব্যবস্থায় সায় দেওয়ায় উত্তর কলকাতার ৭টি রাস্তাকে ওয়ান ওয়ে করে দিচ্ছে কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, ব্যারাকপুর থেকে শ্যামবাজার অভিমুখী বাস এবার থেকে বিটি রোড ধরে চিড়িয়া মোড় অবধি এসে সেখান থেকে হয় দমদম সেভেন ট্যাঙ্ক, নর্দান অ্যাভিনিউ, পাইকপাড়া, মিল্ক কলোনি, বেলগাছিয়া সেতু হয়ে শ্যামবাজার আসবে, না হলে চিড়িয়া মোড় থেকে খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড, চিৎপুর সেতু, গিরিশ অ্যাভিনিউ হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পড়বে। এরপর হাওড়া স্টেশন মুখী বাসগুলি বি কে পাল অ্যাভিনিউ, রবীন্দ্র সরণী, মহাত্মা গান্ধী রোড ধরে হাওড়া স্টেশন যাবে। ফিরতি পথে এই বাসগুলি শ্যামবাজার থেকে রাজবল্লভপাড়া রোড ধরে লকগেট বাজার ও চুনিবাবুর বাজার হয়ে চিড়িয়া মোড়ে এসে বিটি রোড ধরবে।

এই ব্যবস্থার জেরে যে ৪১টি বাসরুট বদলে যেতে চলেছে সেগুলি হল – ৩বি, ৩সি/১, ৩সি/২, ৩ডি, ৩ডি/১, ৩০এ, ৩০বি, ৩০বি/১, ৩০সি, ৩০ডি, ৩২এ, ৩৪বি, ৩৪সি, ৪৩, ৪৩/১, ৪৭বি, ৭৮, ৭৮/১, ৭৯বি, ৯৩, ২০২, ২১৪, ২১৪এ, ২১৫/১, ২১৯, ২১৯/১, ২২২, ২২৭, ২৩০, ২৩৪, ২৩৪/১, ২৪২, কে-৪, কেবি-১৬, এস-১৫৮, এস-১৫৯, এস-১৬৮, এস-১৮০, এস-১৮১, এস-১৮৫, এবং এস-১৯০। ৩টি বাসের রুট সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে। এগুলি হল ৩০এ/১, ২১৪ ও ৪৩/১। ৩০এ/১ যাবে দমদম স্টেশন থেকে সাপুরজি অবধি। ২১৪ নম্বর রুটের বাস আবার গঙ্গানগর থেকে দক্ষিণেশ্বর হয়ে ধূলাগড় পর্যন্ত যাবে। ৪৩/১ যাবে গ্যালিফ স্ট্রিট থেকে সাপুরজি। এতে ইতিবাচক সাড়া মিললে এবং বাস মালিক ও যাত্রীদের সুবিধা হলে টালা ব্রিজ ভাঙ্গার কাজে হাত দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *