পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: আজ বৃহস্পতিবার মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গনে শুরু হল ৪০ তম তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
পূর্ত কর্মাধক্ষ্য শৈবাল গিরি জানান, গত বছর মেলায় সাড়ে ৩ কোটি টাকার বিক্রি হয়েছিল। এবছর লক্ষ্যমাত্রা রয়েছে ৪ কোটি টাকা। এবছর প্রায় ৯৮ টি স্টল করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার তাঁতিরা তাদের পসরা নিয়ে এসেছেন। ৯৮ এর মধ্যে ১০ -১২ টি স্টল খড়্গপুর এবং মেদিনীপুর জেলার স্থানীয় তাঁত শিল্পীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

আজকের এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক আয়েশা রানী এ, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি, পরেশ মুর্মু, সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ, খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

