রাজেন রায়, কলকাতা, ২০ অক্টোবর: দুর্গাপুজোর চতুর্থীতেই দৈনিক ৪০০০-এর গণ্ডি পেরিয়ে গেল সংক্রমণ। ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ৪০২৯ জনের, মৃত্যু ৬১ জনের এবং সুস্থ হয়েছেন ৩৩৮২ জন। সুস্থতার হার আরও কমে দাঁড়িয়েছে ৮৭.৪৩ শতাংশে। সোমবারের তুলনায় সংক্রমণ বেড়েছে ৩৭ জনের এবং সুস্থতা বেড়েছে ১১০ জনের।
মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ৪০২৯ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২৯০৫৭ জন। এদিন আরও ৬১ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৬১৮০ জনের। ২৪ ঘন্টায় আরও ৩৩৮২ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ২৮৭৭০৭ জন।
এদিনও অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনাতে ৮৪০ জন, কলকাতায় ৮০৪ জন, হাওড়ায় ২৯৭ জন, হুগলিতে ২৩১ জন, পূর্ব মেদিনীপুরে ১৮৬ জন, পশ্চিম মেদিনীপুরে ১৪২ জন, মালদায় ১২২ জন ও দার্জিলিংয়ে ১১৪ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩৫১৭০ জন। এ দিন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে ৫৮৬ জন।
বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৯২টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ৪০৭৮৬৫১ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৩৭৬২ জনের। রাজ্যের ৯৩টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ৩৮টি সরকারি এবং ৫৫টি বেসরকারি হাসপাতালে মোট ১২৭৫১ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১২৪৩ জনের। ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি। তার মধ্যে মাত্র ৩৭.৮৫ শতাংশ রোগী ভর্তি আছেন।
সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২৪০১ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৭৮৮৯ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯২৮৩৫ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৭৩৯০৬১ জনকে। রাজ্যের ২০০টি সেফ হোমে ১১৫০৭টি বেড রয়েছে এবং তাতে ১২৩১ জন রোগী রয়েছেন।
এছাড়া এদিনের মৃত্যু হিসেবে বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৬১ জনের। এ দিন কলকাতায় ১৭ জনের, উত্তর ২৪ পরগনায় ১৩ জন আর হাওড়ায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ২ জন করে আর মালদা ও বাঁকুড়ায় ১ জন করে আরও ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এদিনও সব গণ্ডি ছাড়িয়ে রাজ্যের জেলাগুলিতে সংক্রমণ বেড়েছে রেকর্ড সংখ্যক পরিমাণে। এদিন অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনায় ৮৭১ জন, কলকাতায় ৮০৯ জন, হুগলিতে ২৪৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২২৫ জন, পশ্চিম মেদিনীপুরে ২২৪ জন, হাওড়ায় ২১১ জন, নদিয়ায় ১৫৬ জন, দার্জিলিংয়ে ১৪৯ জন, জলপাইগুড়িতে ১৪৩ জন, পূর্ব মেদিনীপুরে ১৩৯ জন ও পশ্চিম বর্ধমানে ১২০ জনের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এদিনও সংক্রমণ বেড়েছে রাজ্যের সব জেলাতেই।