তৃণমূলের অঞ্চল সভাপতি নিরঞ্জন দাসের নেতৃত্বে বিজেপি ও নির্দল ছেড়ে ৪০০ কর্মীর তৃণমূলে যোগদান তপসিয়ায়

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ জুলাই:
ফের বিজেপির ও র্নিদল থেকে বড়সড় ভাঙন ধরাল শাসক দল তৃণমূল। সোমবার গোপীবল্লভপুর ২ নং ব্লকের তপসিয়া ৩ নং অঞ্চলের ৪০০ জন কর্মী বিজেপি ও র্নিদল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন দুই পঞ্চায়েত সদস্য ভবেশ পানি ও তারা রানী ঘোষ যোগদান করেন শাসক দল তৃণমূলে। তপসিয়া ৩ নং অঞ্চলের ফেঁকো চকের দলীয় কার্যালয়ের সামনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তপসিয়া ৩নং অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি নিরঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দরা।

এদিন অঞ্চল সভাপতি নিরঞ্জন দাস বলেন, “তপশিয়া অঞ্চলের বিভিন্ন বুথ থেকে ৪০০ জন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তপশিয়া ৩নং অঞ্চলে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল থাকবে না। কারণ আমাদের বিরোধী দল বিজেপি দিবাস্বপ্ন দেখে, ওদের স্বপ্ন দেখাই কাজ।ওদের স্বপ্ন কোনো দিন সার্থক হবে না। ওদের কাজ শুধু দাঙ্গা লাগানো মানুষকে ভুল বোঝানো। বিজেপি শুধু স্বপ্ন দেখিয়ে যাবে আর আমরা বাস্তবটা করে দেখাবো। ২০২১ সালে কেনো, এই মূহুর্তে যদি ভোট হয় তাহলে আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস ৫০০০ ভোটে লিড নেব তপশিয়া ৩নং অঞ্চল থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *