নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ নভেম্বর:
বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কলকাতায় গ্রেপ্তার বজরং দলের সদস্যরা। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের যুব বাহিনী বাংলাদেশ হাইকমিশনারের কাছে ডেপুটেশন জমা দেবার কর্মসূচি নেয়। কিন্তুু পুলিশের বাধাতে তা হয়ে ওঠেনি বলে জানিয়েছেন বজরং দলের নেতা সৌরিশ মুখার্জি।

বজরং দলের পক্ষ থেকে বিড়লা তারামণ্ডলের কাছে জমায়েত করেন দলের সদস্যরা। সেখান থেকে মিছিল করে বাংলাদেশ হাই কমিশন অফিসে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই দলের সদস্যদের গ্রেফতার করে কলকাতা পুলিশ। সৌরিশ মুখার্জি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে। তার প্রতিবাদ কলকাতায় করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের রোষের মুখে পড়তে হচ্ছে, বজরং দলকে। শান্তিপূর্ণভাবেই বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন জমা দিত বজরং দলের সদস্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশ এই কর্মসূচি করতে দিল না। তারামণ্ডল, মিন্টু পার্ক ও হাইকমিশনের অফিসের সামনে তিনটি জায়গা থেকে বজরং দলের কর্মীদের গ্রেফতার করা হয়। মোট ৪০০ জন বজরং দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন সৌরিশ মুখার্জি।

পাশাপাশি তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ সারা রাজ্য জুড়েই প্রতিবাদ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব প্রতিরোধকে কাটিয়ে বজরং দল প্রতিবাদ করবে বলে জানিয়েছেন সৌরিশ মুখার্জি।

