জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ আগস্ট:
ঝাড়গ্রামের গোপিবল্লভপুর বিধানসভা এলাকায় তৃণমূলে ভাঙন অব্যাহত রয়েছে। রবিবার লোধাশুলি মন্ডলের আগুইবনী অঞ্চলে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় দেড়শ জন কর্মী সমর্থক। এদিন আগুইবনি পঞ্চায়েত এলাকার বাঘঝাঁপা বুথের ৪০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলে ঝাড়্গ্রাম জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছেন। এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোধাশুলি মন্ডলের সভাপতি সুখেন্দু মাহাতো, জেলা সম্পাদক কুন্দন ঠাকুর ও দীপক কুমার বেরা। এছাড়াও অন্যান্য মন্ডল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী পরিবারগুলির সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তারা।