আমাদের ভারত, ১২ জুন: মহেশতলার সনাতনী ভাইবোনেদের পাশে থেকে নিজের ফেসবুক প্রোফাইলে দেবী তুলসীর মন্দিরের ছবি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে আজ, বৃহস্পতিবার ঘটনাস্থলে যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু অনুমতি মেলেনি। এদিকে গোটা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন বিরোধী দলনেতা।
এখনও থমথমে মহেশতলা! জারি কারফিউ। পুলিশের উপর হামলা, লুটপাট-সহ একাধিক অভিযোগে এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।