স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ মে:
ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চারজনের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বেকিডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রেলারটিতে ভাঙ্গচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃতদেহ গুলো ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে আসা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যেয় জাতীয় সড়কের মাঝে ডিভাইডারে বসে গল্প করছিলেন চারজন। সেই সময় রায়গঞ্জ থেকে কলকাতাগামী একটি ট্রেলার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে চারজনকে পিষে দিয়ে অন্য লেনে চলে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম গোরাচাঁদ বর্মন(৬৫), লক্ষ্মী বর্মন (৪০), পটল বর্মন(৪৩), নুধু বর্মন (৩০)। এদের সকলের বাড়ি ইটাহারের পাহারাজপুরের ভবানিতলা এলাকায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রেলারটিতে ভাঙ্গচুর চালায়। চালক ও খালাসি পলাতক হলেও ঘাতক ট্রেলারটিকে পুলিশ আটক করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

