আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ নভেম্বর: আজ থেকে শুরু হলো এস আই আর- এর বাড়ি বাড়ি ফ্রম বিলি। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হলো এস আই আর- এর কাজ। সকাল থেকে ময়দানে নেমেছেন নির্বাচন কমিশনের বিএলও’রা। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সাথে কথা বলে দেওয়া হচ্ছে এস আই আর ফর্ম৷

এদিকে তমলুকের মথুরি ২ নং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৬ জন। ছাত্র- ছাত্রী সংখ্যা মোট ১৪৪ জন।৬ শিক্ষকের ৪ জন পেয়েছেন বি এল ও’র ডিউটি। কিভাবে এত ছাত্রছাত্রী সামলাবেন মাত্র ২ জন শিক্ষক সেই নিয়ে চিন্তায় জেরবার শিক্ষক শিক্ষিকারা।

শিক্ষকরা অবশ্য জানিয়েছেন, এস আই আর এর কাজ সেরে স্কুলে আসবেন, ফের স্কুল শেষে কাজে নামবেন, চাপ হলেও দুটো কাজ সমান গুরুত্বপূর্ণ, তাই গুরুত্ব দিয়েই কাজ সামলাতে তৈরি শিক্ষকরা।

