আমাদের ভারত, গোবরডাঙ্গা, ১০ নভেম্বর : আগ্নেয়স্ত্র সহ চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থানার পুলিশ। তাদের সাদপুর যোগশ্রী ক্লাব চত্বর থেকে গ্রেফতার করে। উদ্ধার হয় একটি গুলি ভর্তি ওয়ান শাটার পাইপগান,
ভোজাল , ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে
অনুমান পুলিশের।
ধৃতদের নাম রিপন ব্যাপারী, রঞ্জিত রানা, কৃষ্ণ হালদার ও প্রধান ভট্টাচার্য। সকলেই হাবরা ও অশোকনগর থানা এলাকায় বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে মছলন্দপুর সাদপুর যোগশ্রী ক্লাব চত্বর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের আটক করে মছলন্দপুর ফাঁড়ির ওসি চিন্তমনি নস্কর। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ আগেই ছিল। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসামাজিক কাজের সঙ্গে
যুক্ত থাকার অভিযোগ আছে। ওই দুষ্কৃতীদের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের মঙ্গলবার বারাসত আদালতে পাঠানো হয়।