গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৭ ডিসেম্বর: বড় সাফল্য গোঘাট থানার পুলিশের। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালায় পুলিশ। সেই সময় নাম্বার প্লেট বিহীন একটি পিকআপ ভ্যান পুলিশের নজরে আসে। পুলিশ দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে পিকআপ ভ্যানটি।
গোঘাট থানার পুলিশের তৎপরতায় পিকআপ ভ্যানটিকে মদিনা বিএড কলেজ এলাকায় আটকানো হয়। তখন গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পুলিশ তাদের চারজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পুলিশ গুলি সহ বন্দুক, এছাড়াও লোহার রড, সাবল ও লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করে।
গ্রেফতার হওয়া ওই চার দুষ্কৃতি শেখ আমিরের বাড়ি ঠাকুরপুকুর এলাকায়, দেবাশী মন্ডলের বাড়ি উস্তি, বিশ্বজিৎ মন্ডলের বাড়ি বারুইপুর ও রাহুল ঘোষের বাড়ি নোদাখালি। আজ ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

